হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ইয়েমেনের হোদেইদাহ সমুদ্র বন্দরে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। হামলায় ডজন খানেক মানুষ নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুতি সংশ্লিষ্ট মাসিরাহ টিভি মঙ্গলবার জানায়, হোদেইদাহ বন্দর ইসরাইলি বিমানবাহিনী অন্তত ১২ বার আঘাত হেনেছে। হামলার আগে এলাকা খালি করতে ইয়েমেনি নাগরিকদের আহ্বান জানায় ইসরাইলি সামরিক বাহিনী।
গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ইসরাইলকে লক্ষ্য করে হামলা করে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এর জবাবে গোষ্ঠীটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইয়েমেনে বিমান হামলা করে আসছে ইসরাইল।
এনএস/