শিক্ষাঙ্গনে সহিংসতার অভিযোগে ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। তারা ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের শিলচর শহরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এনআইটি) অধ্যায়ন করছেন।
কাউন্সিল অব কালচারাল রিলেশন্স (আইসিসিআর) বৃত্তির আওতায় সেখানে পড়তে গিয়েছিলেন এই ৫ শিক্ষার্থী। তারা সম্মান (অনার্স) তৃতীয় বর্ষে পড়ছেন।
এনআইটি শিলচর ক্যাম্পাস সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সংঘাত হয়। সেই সংঘাতে অভিযুক্ত ৫ শিক্ষার্থী রড, ছুরি ও স্ক্রু ড্রাইভার নিয়ে সংঘর্ষে জড়ায়। তারা চতুর্থ বা শেষ বর্ষের বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা করে। হামলায় শেষ বর্ষের বেশ কয়েক জন শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
তাদেরকে শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে (এসএমসিএইচ) ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলা করার সময় ওই ৫ শিক্ষার্থী মদ্যপ ছিল।
এনাআইটি শিলচর ক্যাম্পাস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় ওই ৫ বাংলাদেশি শিক্ষার্থীকে ২ সেমিস্টার অর্থাৎ এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদেরকে ক্যাম্পাসের হোস্টেল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বহিষ্কারের এই এক বছর যেন তারা ভারতে অবস্থান করতে না পারেন, সেজন্য তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এসি//