জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার পর ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশ হয়নি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ২১টি হলের মধ্যে মাত্র ১৪টি হলের ভোট গণনা শেষ হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুপুর নাগাদ পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হতে পারে।
এদিকে নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি।
শুক্রবার রাতে নতুন কলা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করা যায়নি। ভোট গণনা হওয়ার কথা ছিল মেশিনের মাধ্যমে, কিন্তু তা না করে ম্যানুয়ালি গণনা করা হয়েছে—যা বড় ধরনের অনিয়ম। এর দায়ভার নিয়ে আমি পদত্যাগ করছি।”
তিনি আরও জানান, অনিয়মের বিষয়টি কমিশনকে লিখিতভাবে অবহিত করলেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি। বরং পদত্যাগ না করার জন্য চাপ দেয়া হয়।
এমএ//