বিনোদন

৫ বছর পর আড়াল ভেঙ্গে সামনে আসা পপি এখন কোথায়

বিনোদন ডেস্ক

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি প্রায় পাঁচ বছর ধরে মিডিয়ার আড়ালে ছিলেন। তার অবস্থান এবং ব্যক্তিগত জীবন সবসময়ই রহস্যময় ছিল। কোথায় আছেন বা কি করছেন, তা জানার কোনও সূত্র ছিল না। কিন্তু গত বছর হঠাৎই পপি আলোচনায় আসেন একটি জিডি সূত্রের মাধ্যমে।

এই সময়ে শোবিজ অঙ্গনে গুঞ্জন ছড়ায়, পপি বিয়ে করেছেন এবং সংসারী হয়েছেন। কেউ স্পষ্ট তথ্য দিতে পারেননি। তবে তার ছোট বোন ফিরোজা পারভীন খেয়ালি খুলনার সোনাডাঙ্গা থানায় জমি সংক্রান্ত একটি জিডি করলে ঘটনা নতুন মোড় নেয়। সেই সুযোগে পপির মা মরিয়ম বেগম এবং ছোট বোন প্রকাশ্যে জানিয়ে দেন, পপি দীর্ঘদিন ধরে গোপনে বিয়ে করেছেন। তারা স্বামী এবং সন্তানকেও গণমাধ্যমে দেখান।

খোঁজ নেওয়া হলে জানা যায়, পপি বিয়ে করেছেন পুরান ঢাকার ব্যবসায়ী আদনান উদ্দিন কামালের সঙ্গে। তাদের সংসারে রয়েছে চার বছরের পুত্র আয়াত। এই ঘটনায় সমালোচনার মুখে পড়েন পপি। তিনি নিজেই জানান, তার মা ও ভাইবোনেরা তাঁর সম্পত্তি জোরপূর্বক দখল করতে চেয়েছিলেন। খুলনায় বৈধ জমিতে বিদ্যুৎ ও ওয়াসার মিটার নেওয়ার জন্য নিয়মমাফিক আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে কর্মকর্তারা সরেজমিনে এসে যাচাই করেন। কিন্তু পপির বোন ফিরোজা তাকে মারধর ও গালাগাল করেন। পপির বক্তব্য পরিবারের সদস্যরা তার সম্মান ধ্বংস করার জন্য মিথ্যা জিডি করেছেন, যার কোনও ভিত্তি নেই।

ঘটনাটি ঘটে গত বছরের ফেব্রুয়ারিতে। আলোচনার ঝড় সামলে আবারও নীরবতায় ঢুকে যান পপি। পুরো বছর তিনি মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসেননি। ফোনে যোগাযোগ করলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। ঘনিষ্ঠ সূত্র জানায়, পপি স্বামী আদনান এবং সন্তানকে নিয়ে শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছেন।

পপি ছয় ভাইবোনের মধ্যে বড়। তার বাবা আমির হোসেন ঠিকাদার, মা মরিয়ম বেগম গৃহিণী। তিনি খুলনার সোনাডাঙ্গায় জন্মগ্রহণ করেন। নবম শ্রেণিতে পড়ার সময়, ‘লাক্স আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী’ প্রতিযোগিতার খবর দেখে মা তাঁর ছবি পাঠান। পপি প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন এবং সবার বিস্ময় জাগান।

বিদ্যালয় শেষ করে মা-সহ ঢাকায় আসেন এবং ভর্তি হন লালমাটিয়া মহিলা কলেজে। মা চাইতেন, পপি চলচ্চিত্রে নায়িকা হোক। সেই সুযোগে পরিচয় হয় পরিচালক সোহানুর রহমান সোহানের সঙ্গে। তাঁর হাত ধরেই শুরু হয় পপির চলচ্চিত্র যাত্রা। প্রথম সিনেমা ছিল ‘আমার ঘর আমার বেহেশত’, যেখানে নায়ক ছিলেন শাকিল খান। তবে দর্শক পপিকে চেনেন ‘কুলি’ সিনেমা থেকে, যেখানে নায়ক ছিলেন ওমর সানী এবং পরিচালক মনতাজুর রহমান আকবর।

আজ ১০ সেপ্টেম্বর পপির জন্মদিন। বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ওমর সানী, যিনি তার প্রথম সিনেমার নায়ক ও দীর্ঘদিনের বন্ধু। তিনি লিখেছেন“কত দিন দেখি না তোকে। অনেক মিস করি। তোর জন্য আত্মা থেকে দোয়া, মাই ফ্যামিলি। শুভ জন্মদিন পপি।” পপি ওমর সানীকে সবসময় ডাকতেন ‘দুলাভাই’, আর মৌসুমিকে ডাকতেন ‘আপু’। গত বছরও জন্মদিনে ওমর সানী লিখেছিলেন “যেখানেই থাকিস, ভালো থাকবি, আমার পরিবারের একজন।”

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #পপি