লাইফস্টাইল

মাড়ি থেকে রক্ত পড়া, হালকাভাবে নিলে হতে পারে বড় বিপদ

লাইফস্টাইল ডেস্ক

ব্রাশ করার সময় হঠাৎ করেই রক্ত লেগে থাকতে দেখেছেন? কিংবা শক্ত কিছু খাওয়ার সময় মুখে রক্তের স্বাদ পেয়েছেন? অনেকেই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যান। কিন্তু চিকিৎসকরা বলছেন এটি হতে পারে মুখগহ্বরের ভেতরে লুকিয়ে থাকা গুরুতর রোগের প্রাথমিক সংকেত।

দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া একদিন দেখা দিলেও আবার নিজে থেকেই বন্ধ হয়ে যেতে পারে। তবে এটি নিয়মিত ঘটতে থাকলে অবশ্যই চিন্তার বিষয়। অবহেলা করলে ভবিষ্যতে দাঁত নড়ে যাওয়া এমনকি দাঁত হারানোর আশঙ্কাও থেকে যায়।

মাড়ি থেকে রক্ত পড়ার কারণ

জিঞ্জিভাইটিস (Gingivitis)

মাড়ির সবচেয়ে সাধারণ রোগ। দাঁতের আশপাশে জমে থাকা প্লাক বা জীবাণু ঠিকমতো পরিষ্কার না হলে মাড়িতে প্রদাহ হয়। এতে মাড়ি ফুলে যায়, লালচে হয়ে যায় এবং অল্প ঘর্ষণেই রক্ত পড়ে।

পিরিয়োডন্টাইটিস (Periodontitis)

জিঞ্জিভাইটিস থেকে চিকিৎসা না হলে এই রোগ দেখা দেয়। মাড়ি ও দাঁতের আশেপাশের হাড় আক্রান্ত হয়। দাঁত নড়ে যায় বা এক সময় পড়ে যেতে পারে।

ভিটামিন C ও K এর ঘাটতি

ভিটামিন C এর অভাবে স্কার্ভি রোগ হতে পারে, যার একটি লক্ষণ হলো মাড়ি থেকে রক্ত পড়া। অন্যদিকে, ভিটামিন K রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এর অভাবে রক্তপাত সহজেই হতে পারে।

ভুল ব্রাশিং টেকনিক বা হার্ড ব্রাশ

শক্ত ব্রাশ বা জোরে ঘষে দাঁত মাজার ফলে মাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং রক্তপাত শুরু হয়।

গর্ভাবস্থা ও হরমোন পরিবর্তন

নারীদের গর্ভাবস্থায় হরমোনের তারতম্যের কারণে মাড়ি সংবেদনশীল হয়ে পড়ে, ফলে রক্ত পড়া দেখা দিতে পারে।

রক্ত পাতলা করার ওষুধ

যেসব রোগী অ্যাসপিরিন বা অন্যান্য ব্লাড থিনার ব্যবহার করেন, তাদের রক্তপাতের ঝুঁকি বেশি থাকে এটি মাড়িতেও প্রভাব ফেলে।

চিকিৎসকের কাছে যখন যাবেন 

নিচের উপসর্গগুলোর এক বা একাধিক আপনার মধ্যে দেখা গেলে দ্রুত ডেন্টিস্টের পরামর্শ নেয়া জরুরি।

• মাড়ি ফুলে যাওয়া বা ব্যথা হওয়া

• দাঁতের গোড়ায় চাপ দিলে ব্যথা অনুভব

• মুখে সবসময় দুর্গন্ধ থাকা

• দাঁত নড়তে শুরু করা

• খাওয়ার সময় অস্বস্তি বা রক্তের স্বাদ পাওয়া

মাড়ির যত্নে যা করবেন

• দিনে ২ বার নিয়ম করে ব্রাশ করুন

• প্রতিদিন ডেন্টাল ফ্লস ব্যবহার করুন

• খাওয়ার তালিকায় রাখুন ভিটামিন C ও K সমৃদ্ধ খাবার (লেবু, কমলা, শাকসবজি)

• ব্যবহার করুন অ্যান্টিসেপটিক মাউথওয়াশ

• প্রতি ছয় মাসে অন্তত একবার দাঁতের চেকআপ করান

দাঁতের বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন, মাড়ি থেকে রক্ত পড়া অনেক সময় ছোট সমস্যা মনে হলেও এটি দাঁতের গোড়ার অসুখের প্রাথমিক ইঙ্গিত হতে পারে।  সময়মতো চিকিৎসা শুরু করলে এই সমস্যাগুলো সহজেই নিয়ন্ত্রণ করা যায়। দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া দেখতে যতটা সাধারণ মনে হয়, ততটাই গভীর সমস্যা তৈরি করতে পারে। তাই এটি অবহেলা না করে শুরুতেই সঠিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাশ করা #মাড়ি থেকে রক্ত