সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের বাদর হাচা এলাকায় মাছ ধরার সময় আবারও ৩ টি ট্রলারসহ ১৮ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আটককৃত জেলেরা হলেন—আবু তাহের মাঝি, রহমত উল্লাহ, মনি উল্লাহ, আবু বক্কর, সৈয়দ উল্লাহ, মো. রফিক, আবছার মাঝি, মো. তাহের, আব্দুল মতলব, হাফেজ আহমদ, মো. আমিন, সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর মাঝি, আব্দুর রহিম, মো. আলম, মো. সাব্বির ও মো. তৈয়ুব।
গত শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তিনটি ফিশিং ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়া হয় মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া পাতনজা ঘাটে। সেন্টমার্টিন ট্রলার বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল সন্ধ্যায় বাংলাদেশের জলসীমায় বাদর হাচা এলাকায় মাছ ধরার সময় আরাকান আর্মি দুটি স্পিডবোট দিয়ে তিনটি ফিশিং ট্রলারসহ ১৮ জেলেকে ধরে নিয়ে যায়। বিষয়টি কোস্টগার্ড, বিজিবি ও পুলিশকে অবগত করা হয়েছে।
গলাচিপার মালিকানাধীন তিনটি ফিশিং ট্রলারকে স্পিড বোট যোগে ধাওয়া করে জিম্মি করা হয়। ঘটনার সময় একটি ট্রলার পালাতে সক্ষম হয় এবং নুরুল ইসলামের মালিকানাধীন ট্রলারটির মাধ্যমে তারা আটকের খবরটি জানতে পারেন।
তিনি আরও জানান, আগস্টের ৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত মোট ৬৯ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, যাদের এখনও ফেরত দেয়া হয়নি।
এদিকে, পুনঃপুন আটক অভিযানে সেন্টমার্টিনের জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় জেলেরা সরকারের দ্রুত পদক্ষেপ ও কার্যকর সহযোগিতা কামনা করেছেন।
আই/এ