আন্তর্জাতিক

রাখাইনে আরাকান আর্মির হামলায় ৩০ জান্তা সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির হামলায় ৩০ জান্তা সৈন্য নিহত হয়েছে। দেশটির গণমাধ্যম ‘দ্য ইরাবতী এক প্রতিবেদনে দাবি করেছে

গেল শনিবার (১৫ নভেম্বর) স্থানীয় সামরিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, রাখাইনের কিয়াকফিউ টাউনশিপে অগ্রসর হওয়া জান্তা বাহিনীকে হমলা করে আরাকান আর্মি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে জান্তা বাহিনী। সংঘর্ষটি ঘটে থাইং চাউং তাউং ঘাঁটি দখলের পর, যেখানে চীনের কয়েকটি মেগা প্রকল্প অবস্থিত।

হামলার বিষয়ে গণমাধ্যমটি জানায়, আরাকান আর্মির সৈন্যরা জান্তা বাহিনীর  মিনপিন গ্রামের আসার পথে মাইন পুঁতে সরে যায়। জান্তা বাহিনী এলাকাটি নিরাপদ মনে করে গ্রামে প্রবেশ করলে আরাকান আর্মি গুলি চালিয়ে প্রায় ৩০ জনকে হত্যা করে। আহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, জান্তা সৈন্যরা অবসর সময়ে ছবির জন্য পোজ নিচ্ছিল। তখনই আক্রমণ শুরু হয়

প্রতিবেদনে আরও বলা হয়, সংঘর্ষের কারণে মিনপিন ও আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কিয়াকফিউ শহরে খাদ্য ও ওষুধের সরবরাহ সংকটে পড়েছে। সরকার এবং জান্তা বাহিনী উভয়ই এলাকায় সেনা ও নিরাপত্তা মোতায়েন বৃদ্ধি করেছে। বিমান হামলা ও নৌবাহিনীর গুলির কারণে শরণার্থী সংখ্যা ক্রমেই বাড়ছে

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #মিয়ানমারে #আরাকান আর্মি #দ্য ইরাবতী #জান্তা সৈন্য নিহত