আন্তর্জাতিক

দোনেৎস্কের নিয়ন্ত্রণে যুদ্ধ স্থগিত : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণের বিনিময়ে যুদ্ধ স্থগিত করবেন তিনি। এরই মধ্যে দোনেৎস্কের ৭০ শতাংশ এবং প্রতিবেশী লুহানস্কের প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া।

এখন দোনেৎস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ধীরে ধীরে সামনে এগোচ্ছে। বিবিসি জানিয়েছে, দোনেৎস্কর ডোব্রোপিলিয়ার শহরের অসুস্থ, বয়স্ক এবং শিশুদের নিরাপদ স্থানে নিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। শহরটি রাশিয়া থেকে মাত্র ৮ কিলোমিটার  দূরে। সেখানে পানির অভাব দেখা দিয়েছে। রাশিয়ার হামলায় বেশকিছু কিছু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রুশ হামলার ভয়ে মানুষ শহর ছেড়ে পালাচ্ছেন। 

এ সম্পর্কিত আরও পড়ুন #পুতিন