স্বাস্থ্য

ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ প্রাণ

গেলো ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে নতুন করে আরও ৫ জন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানিয়েছেন, ডেঙ্গু এখন আর সিজনাল রোগ নয়, এটি সারা বছরই হয়ে থাকে। বৃষ্টি শুরু হলে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাই ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে বিভিন্ন জায়গায় প্রচার চালাতে হবে এবং সবাইকে সচেতন থাকতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, মশা নিধনে শুধু জেল-জরিমানা এবং জনসচেতনতা বাড়ানো যথেষ্ট নয়। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩১১ জনের মধ্যে ১১২ জন ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে এবং বাকি সবাই ঢাকা সিটির বাইরে। চলতি বছরে মোট ২৭ হাজার ৭৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৬ হাজার ৩৭৯ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১১০ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্তের রেকর্ড হয়েছে, যেখানে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত হয়েছিলেন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ডেঙ্গু #কেড়ে #নিল #আরও #৫ #প্রাণ #