আন্তর্জাতিক

চীনের গভীরে আঘাত হানতে সক্ষম অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের ‘সফল পরীক্ষা’ চালাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: মেহের নিউজ

দেশীয় প্রযুক্তিতে নির্মিত অগ্নি-৫ নামের একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে  উৎক্ষেপণ করেছে ভারত।পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র চীনের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

বুধবার (২০ আগস্ট) ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশা রাজ্যে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। পরীক্ষাটি ছিল পরিকল্পনা অনুযায়ী এবং এতে ক্ষেপণাস্ত্রটির সব প্রযুক্তিগত ও কার্যক্ষমতা সঠিকভাবে যাচাই করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

অগ্নি-৫ ভারতের তৈরি একাধিক স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্যতম, যা মূলত পাকিস্তান ও চীনের সম্ভাব্য হুমকির মোকাবিলায় প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ব্যবহৃত হচ্ছে।

বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দুই দেশ—ভারত ও চীন—দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারের প্রতিদ্বন্দ্বিতায় জড়িত বহু বছর ধরেই। তবে ২০২০ সালে লাদাখ সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর দুই দেশের মধ্যে সম্পর্ক মারাত্মকভাবে অবনতি ঘটে।

তবে সাম্প্রতিক সময়ে কিছুটা সম্পর্কোন্নয়নের ইঙ্গিত মিলেছে। গত অক্টোবরে রাশিয়ায় একটি আন্তর্জাতিক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পাঁচ বছর পর প্রথমবারের মতো সরাসরি বৈঠক করেন।

চলতি মাসের শেষ দিকে মোদির চীন সফরের সম্ভাবনা রয়েছে, যেখানে তিনি আঞ্চলিক নিরাপত্তা জোট সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের (SCO) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে। এটি ২০১৮ সালের পর তার প্রথম চীন সফর হতে যাচ্ছে।

চীন ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে হচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে। ইউক্রেন যুদ্ধের মধ্যেও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হুমকি দিয়েছে—ভারত যদি বিকল্প উৎস না খোঁজে, তবে ভারতীয় পণ্যে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে।

অন্যদিকে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গেও উত্তেজনা বজায় রয়েছে। চলতি বছরের মে মাসে ভারতশাসিত কাশ্মীরে এক বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হয়। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও, ইসলামাবাদ তা অস্বীকার করে।

চীন ও পাকিস্তান—উভয় দেশের সম্ভাব্য হুমকি মাথায় রেখেই ভারত একাধিক পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ও মোতায়েন করে যাচ্ছে। অগ্নি-৫ সেই প্রতিরক্ষা পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

বিশ্লেষকদের মতে, অগ্নি-৫ উৎক্ষেপণের মাধ্যমে ভারত শুধু নিজেদের সামরিক সক্ষমতা যাচাই করেই ক্ষান্ত হয়নি, বরং প্রতিবেশী শক্তিগুলোর উদ্দেশ্যে একটি কৌশলগত বার্তাও দিয়েছে। বিশেষ করে যখন দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক উত্তেজনা আবারও বাড়ছে, তখন এমন একটি পরীক্ষার তাৎপর্য অস্বীকার করার উপায় নেই।

সূত্র: মেহের নিউজ

 

এসি//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #অগ্নি-৫ #ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র