ধানমণ্ডি ৩২ থেকে আটক হওয়া রিকশাচালক মো. আজিজুর রহমানকে হত্যা মামলার আসামি করা হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস থেকে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, শুক্রবার (১৫ আগস্ট) ধানমণ্ডি ৩২ এলাকা থেকে আজিজুর রহমানকে আটক করা হয়। পরদিন ১৬ আগস্ট ধানমণ্ডি থানায় এপ্রিল মাসে রুজুকৃত একটি নিয়মিত মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিএমপি আরও জানায়, আজিজুর রহমানকে হত্যা মামলার আসামি করা হয়েছে, এমন প্রচার মিথ্যা ও উদ্দেশ্যমূলক। বিষয়টি পেনাল কোডের একটি নিয়মিত মামলা। এটিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুলভাবে ‘হত্যা মামলা’ হিসেবে প্রচার করা হচ্ছে।
এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।
এমএ//