আন্তর্জাতিক

যুদ্ধবিরতির আশা ভেস্তে দিচ্ছে রাশিয়া: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া একের পর এক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করায় যুদ্ধ বন্ধের প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠছে।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, “কবে এই হত্যাযজ্ঞ থামবে তা এখনও জানি না।”

এমন পরিস্থিতিতেই সোমবার (১৮ আগস্ট) যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জেলেনস্কি। ওয়াশিংটন ডিসিতে তার সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থায়ী শান্তিচুক্তির আহ্বান জানাবেন বলে জানা গেছে।

এর আগে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি নয়, ইউক্রেন সংকটের স্থায়ী সমাধান চান তিনি।

পুতিন-ট্রাম্প বৈঠকের পর জেলেনস্কিকে ফোন করে ট্রাম্প ‘অগ্নি থামানো ও হত্যাযজ্ঞ বন্ধের’ আহ্বান জানান।

জেলেনস্কি পরে বলেন, মস্কোর সঙ্গে স্থায়ী শান্তির শর্ত হিসেবে তিনি নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা ও রাশিয়ার দখলকৃত অঞ্চল থেকে অপহৃত শিশুদের মুক্তির দাবি তুলেছেন।

ট্রাম্পের অবস্থান এ ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বৈঠকের আগ পর্যন্ত তিনি যুদ্ধবিরতির পক্ষে ছিলেন। কিন্তু বৈঠকের পর জানা গেছে, পুতিন শান্তি প্রস্তাবে ইউক্রেনকে দোনেৎস্ক অঞ্চল থেকে সরে যেতে বলেছেন, এর বিনিময়ে রাশিয়া জাপোরিঝিয়া ও খেরাসনে যুদ্ধ থামাতে রাজি।

এদিকে ইউক্রেন স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা ডনবাস ছাড়তে রাজি নয়।

ইউরোপীয় কূটনীতিকদের আশঙ্কা, ট্রাম্প জেলেনস্কিকে আলোচনায় চাপ দিতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ইতোমধ্যেই ইউরোপীয় নেতাদের জানিয়েছেন, পুতিন কিছু ছাড় দিতে রাজি, যদিও বিস্তারিত প্রকাশ করেননি।

সূত্র: বিবিসি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জেলেনস্কি #পুতিন #যুদ্ধবিরতি