বিনোদন

ফারুকীর জন্য দোয়া চেয়েছেন তিশা

বিনোদন ডেস্ক

কক্সবাজারে সরকারি সফরে গিয়ে অসুস্থ হন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। জরুরিভাবে তাকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। 

শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন  তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। সবার কাছে স্বামীর দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন তিনি।

পাঠকদের সুবিধার্থে তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন।চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তাঁর জন্য দোয়া করবেন।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #তিশা #ফারুকী