আন্তর্জাতিক

ভারতে বন্যা-ভূমিধসে নিহত ৬০, নিখোঁজ ২০০

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কাশ্মীরে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৬০ জন তীর্থযাত্রী মারা গেছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এছাড়া নিখোঁজ রয়েছে আরও অন্তত ২০০ জন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজ্যের কিশতোয়ার জেলায় হঠাৎ নেমে আসা পানি ও কাদামাটির স্রোত ভাসিয়ে নিয়ে গেছে তীর্থযাত্রীদের।

শুক্রবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স

প্রতিবেদনে বলা হয়, তীর্থযাত্রীরা মাচাইল মাতার মন্দিরে যাওয়ার আগে দুপুরের খাবারের জন্য চাসোতি গ্রামে জড়ো হয়েছিলেন, তখনই ভয়াবহ শব্দের সঙ্গে বন্যার পানি ও কাদামাটির ধস গ্রামটিকে গ্রাস করে।

এসময় অনেকে চেনাব নদীতে পড়ে যান। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকেই। উদ্ধারকর্মীরা দড়ি, শাবল ও অস্থায়ী সেতু ব্যবহার করে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, আরও ১০০–১৫০ জন ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকতে পারেন। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #বৃষ্টি #বন্যা #নিহত