আন্তর্জাতিক

ইরান যাচ্ছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার উপ-প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আগামীকাল সোমবার ইরান যাচ্ছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) উপ-প্রধান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বরাতে খবরটি নিশ্চিত করেছে সংবাদসংস্থা টাইমস অফ ইসরাইল।

ইরান-ইসরাইল সংঘাত বন্ধের পর প্রথমবারের মত বিশ্বের বিভিন্ন দেশের পরমাণু কর্মসূচির ওপর নজর রাখা সংস্থাটির জেষ্ঠ্য কোন কর্মকর্তা তেহরান যাচ্ছেন।

আইএইএ’র উপ-প্রধানের সফর নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘আমাদের আগামীকালের আলোচনার প্রধান বিষয় হবে একটি নতুন সহযোগিতার পরিকল্পনা তৈরি করা। যতক্ষণ না আমরা তা করতে পারছি, ততক্ষণ তাদেরকে কোন ধরনের সহযোগিতা করা হবে না।’ 

তিনি আরও বলেন, এসব কর্মকর্তা আমাদের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারবেন না।’ 

তবে টাইমস অফ ইসরাইলের ওই প্রতিবেদনে, ইরান সফররত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার উপ-প্রধানের নাম উল্লেখ করা হয়নি। সংস্থাটির অন্তত ৬ জন উপ-প্রধান আছে। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা