আন্তর্জাতিক

আবারও কেনিয়ায় বাস উল্টে নিহত ২৫

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী বাস উলটে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন। বাসটি পশ্চিমাঞ্চলীয় কাকামেগা শহর থেকে কিসুমু শহরে যাচ্ছিল। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় কেনিয়ার কিসুমু শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। 

শনিবার (

কেনিয়ার ন্যাঞ্জা প্রদেশের আঞ্চলিক ট্রাফিক অফিসার পিটার মাইনা জানান, বাসের যাত্রীরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাকামেগা শহরের একটি অন্ত্যেষ্টিক্রিয়া শেষে কিসুমু শহরে ফিরছিলেন। 

পথে একটি মোড়ে দ্রুতগতিতে ঘুরানোর সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের ড্রেনে পড়ে যায়। 

নিহতদের মধ্যে রয়েছেন— ১০ নারী, ১ শিশু ও ১০ জন পুরুষ। এছাড়া প্রাথমিকভাবে ২৯ জন আহত হওয়ার খবর জানানো হয়েছিল, যাদের মধ্যে চারজন হাসপাতালে মারা যান। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২৫ জনে।

এর আগে গেল বৃহস্পতিবার দেশটির নাইভাশা শহরে  আরও একটি বাস দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছিলেন। পুলিশ জানিয়েছিল, নিহতদের সকলেই শ্রমিক ছিলেন। তাদের কর্মস্থানে যাওয়ার পথে বাসটি একটি রেলক্রসিংয়ে দুর্ঘটনার শিকার হয়।

এছাড়া একই দিনে রাজধানী নাইরোবিতে একটি দাতব্য চিকিৎসা সংস্থার বিমান বিধ্বস্তের ঘটনায় ছয়জন নিহত হন। উড্ডয়নের তিন মিনিটের মাথায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির সকল প্রকার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিমানটি একটি আবাসিক ভবনে আছড়ে পড়ে। এতে বিমানের পাইলট, চিকিৎসক ও নার্সসহ বিমানে থাকা চার ব্যক্তি ও বিমানের থাকা দুই ব্যক্তিসহ মোট ছয় জনের মৃত্যু হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #আবারও #কেনিয়ায় #বাস #উল্টে #নিহত #২৫