আন্তর্জাতিক

ভারতের সঙ্গে আর কোনো 'বাণিজ্য আলোচনা' নয় : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। চলমান শুল্ক ইস্যুতে কোনো সমাধান না হলে বাণিজ্য আলোচনায় যেতে রাজি নন বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৭ আগস্ট) হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প এ কথা জানান।

শুক্রবার (০৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বলেছেন, ‘শুল্ক ইস্যুতে ভারতের সঙ্গে এখন আর কোনো আলোচনা হবে না। আগে সমস্যার সমাধান হবে, তারপর আলোচনা। আপাতত তাদের ৫০ শতাংশ শুল্কই দিতে হবে।

সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনায় ভারতের প্রতি অসন্তোষ প্রকাশ করে দেশটির পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। আগের ২৫ শতাংশসহ এটি দাঁড়ায় মোট ৫০ শতাংশে। এর একটি অংশ ইতোমধ্যে কার্যকর হয়েছে, বাকি অংশ কার্যকর হবে ২৮ আগস্ট থেকে।

ট্রাম্পের এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই শুল্কারোপ ‘অন্যায্য, অযৌক্তিক এবং ভিত্তিহীন’। বিবৃতিতে আরও বলা হয়, ‘ভারত বহুবার জানিয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি বিবেচনায় রাশিয়া থেকে তেল আমদানি করা হয়।’

এ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘অর্থনৈতিক চাপ আসুক বা না আসুক, দেশের স্বার্থে আমরা একচুলও পিছু হটবো না। কৃষকের অধিকার আমাদের কাছে সবার আগে।’

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #ট্রাম্প #যুক্তরাষ্ট্র #শুল্ক