মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে আর নেই। বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকালে রাজধানী নেপিদোর একটি সামরিক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর।
মিয়ানমারের সেনাবাহিনীর তথ্য দপ্তর এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি এ খবর প্রকাশ করে।
অনেক দিন ধরেই নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন মিন্ট সোয়ে। ২০২৪ সালের জুলাইয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, তিনি স্নায়ুবিক জটিলতা এবং পেরিফেরাল নিউরোপ্যাথিতে আক্রান্ত। এসব অসুস্থতা তাকে স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে ঠেলে দেয়। খাওয়া-দাওয়াও ছিল তার জন্য কষ্টকর।
চলতি বছরের জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে তিনি নেপিদোর একটি সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
২০২১ সালের ১ ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পর নির্বাচিত নেত্রী অং সান সুচিকে সরিয়ে দিয়ে মিন্ট সোয়েকে প্রেসিডেন্ট পদে বসায় সামরিক জান্তা।
২০২৪ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তিনি দায়িত্ব পালন থেকে বিরতি নেন এবং সামরিক প্রধান মিন অং হ্লাইং তার কাজ সাময়িকভাবে চালিয়ে নিতে শুরু করেন।
এমএ//