লাইফস্টাইল

হাসতে হাসতে হঠাৎ বুকে চাপ আসা : কারণ ও করণীয়

লাইফস্টাইল ডেস্ক

কখনো কখনো হাসতে হাসতে এমন পরিস্থিতি তৈরি হয়, যখন হঠাৎ বুকে চাপ অনুভূত হয়। এটি অনেকেই মনে করেন একটি সাধারণ সমস্যা, তবে এই অবস্থাটি কখনও কখনও শারীরিক বা মানসিক সমস্যার চিহ্ন হতে পারে। তাহলে হাসির সময় বুকে চাপ কেন অনুভূত হয় এবং কীভাবে তা মোকাবিলা করবেন তা জেনে নেয়া যাক।

১. হাসির কারণে বুকের চাপ : 

হাসির সময় শরীরের কিছু পেশী প্রচুর শক্তি খরচ করে এবং হৃদপিণ্ডের গতি বেড়ে যায়। এতে বুকের অংশে সামান্য চাপ অনুভূত হওয়া স্বাভাবিক হতে পারে। তবে দীর্ঘ সময় ধরে, অতিরিক্ত বা একাধিকবার এমন চাপ অনুভূত হলে তা অন্য কোন শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে।

২. স্ট্রেস এবং মানসিক চাপ :

মানসিক চাপ বা উদ্বেগের কারণে শরীরে নানা ধরনের শারীরিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। হাসির সময়ে হঠাৎ বুকে চাপ অনুভূত হলে, এর কারণ হতে পারে অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগ। আমাদের শরীর তখন "ফাইট অর ফ্লাইট" মোডে চলে আসে এবং এটি বুকের চাপের অনুভূতি সৃষ্টি করতে পারে।

৩. হার্টের সমস্যা :

হাসির সময় হঠাৎ করে বুকের চাপ অনুভূত হলে, তা কখনও কখনও হার্টের কোনও সমস্যা বা হৃদরোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। বিশেষ করে যদি বুকের চাপের সাথে বাম হাত বা পিঠে ব্যথা, বমি ভাব, বা শ্বাসকষ্ট অনুভূত হয়, তবে চিকিৎসকের সাথে পরামর্শ নেওয়া জরুরি।

৪. অ্যাসিড রিফ্লাক্স (গ্যাস্ট্রোইসোফ্যাগিয়াল রিফ্লাক্স ডিজিজ) :

হাসির কারণে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বাড়তে পারে, যার ফলে বুকের মধ্যে গ্যাস বা চাপ অনুভূত হতে পারে। এটি সাধারণত খাবার গ্রহণের পর বা বিশেষ করে বেশি হাসার সময় ঘটে।

৫. যদি এমন অনুভূতি হয় যা করবেন - 

• শান্ত থাকুন : প্রথমেই স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিন এবং শান্ত থাকতে চেষ্টা করুন। তাড়াহুড়া করলে সমস্যা আরও বাড়তে পারে।

• স্বাস্থ্য পরীক্ষা : যদি বুকের চাপের সাথে অন্যান্য সমস্যা যেমন বুকে ব্যথা, শ্বাসকষ্ট বা মাথা ঘোরা থাকে, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

• স্ট্রেস ম্যানেজমেন্ট : নিয়মিত শরীরচর্চা, যোগব্যায়াম বা ধ্যান মনের চাপ কমাতে সাহায্য করতে পারে।

• হাসির সময় সাবধানতা : অতিরিক্ত হাসি, বিশেষ করে যখন শরীর ক্লান্ত বা মানসিক চাপের মধ্যে থাকে, তখন বুকে চাপ হতে পারে। তাই হাসির সময় সচেতন থাকুন।

হাসির সময় বুকে চাপ অনুভূত হলে সাধারণত শারীরিক বা মানসিক চাপের কারণে হতে পারে। তবে যদি এই অনুভূতি বারবার ঘটে বা এর সাথে আরও কোনও গুরুতর উপসর্গ থাকে, তাহলে স্বাস্থ্য পরীক্ষা করানো প্রয়োজন।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হাসা #হঠাৎ বুকে চাপ