ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে।
বুধবার ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি রাশিয়ার সঙ্গে বাণিজ্য করার দায়ে ভারতকে জরিমানা করারও হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, “ ভারত আমাদের বন্ধু হলেও, দেশটির সঙ্গে তুলনামুলকভাবে খুব কম ব্যবসা করেছি। কারণ তাদের শুল্ক খুব বেশি, যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। এছাড়া বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় ভারতে সবচেয়ে বেশি অ-শুল্ক বাণিজ্য বাধা রয়েছে।”
রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “তারা রাশিয়া থেকে বিশাল পরিমাণ সামরিক সরঙ্গাম কেনে। চীনের পাশাপাশি ভারত রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা। তারা এমন সময় এটি করছে, যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাযজ্ঞ বন্ধ করুক। এসব কোন কিছুই ভাল না।”
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে দেনদরবারকাই ভারতের বাণিজ্য মন্ত্রণালয় তাৎক্ষনিকভাবে কোন মন্তব্য করেনি।
এনএস/