ফুটবল

‘কিস ক্যাম’-এ মেসি ও আন্তোনেলার প্রেমের ঝলক!

স্পোর্টস ডেস্ক

ছবি: ফক্স নিউজ

আবারও আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি! তবে এবার ফুটবলের জন্য নয়, হৃদয়ের এক নিখাদ মুহূর্তের জন্য।

মায়ামির হোল্ড রক স্টেডিয়ামে কোল্ডপ্লের সুরের ভিড়ে ‘কিস ক্যাম’-এর ফ্রেমে ধরা পড়লেন মেসি ও স্ত্রী আন্তোনেলা। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে যখন ভালোবাসায় ভেজা সেই দৃশ্য ভেসে উঠল, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে চারদিকে।

যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে তাদের রোমান্টিক মুহূর্ত—আর সেই মুহূর্তেই গ্যালারিজুড়ে বেজে ওঠে করতালি, চিৎকার, উল্লাস আর একটাই নাম: “মেসি! মেসি!”

রোববার (২৭ জুলাই) মায়ামির হোল্ড রক স্টেডিয়ামে বসেছিল এই বিশেষ রাতের আসর। সঙ্গে ছিলেন তাদের তিন সন্তান—থিয়াগো, মাতেও আর সিরো।

নিউইয়র্ক পোস্ট জানায়, কনসার্টে মেসি-আন্তোনেলার এ আবেগঘন দৃশ্য ছিল ভালোবাসায় ভরপুর—একদম ক্লিন, হৃদয়ছোঁয়া। কদিন আগেই কোল্ডপ্লের আরেক কনসার্টে ‘কিস ক্যামে’ ধরা পড়ে এক বিবাহিত সহকর্মী যুগল, যা ঘিরে তৈরি হয় বিতর্ক ও সমালোচনার ঝড়।

কিন্তু মেসি-আন্তোনেলার সেই মুহূর্তে ছিল খাঁটি ভালোবাসার ছাপ।

এমনকি কনসার্ট চলাকালীন ব্যান্ডের ভোকাল ক্রিস মার্টিন মঞ্চ থেকে বলেই ফেলেন, “আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ!” সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে প্রতিধ্বনিত হয় গর্জন—"Messi! Messi!"

এই ঘটনা ঘটলো এমন এক সময়, যখন মেসি নিজেও পেরোচ্ছেন বিতর্কের সময়কাল। সদ্য শেষ হওয়া এমএলএস অল-স্টার ম্যাচে খেলেননি তিনি। আর সে কারণেই কর্তৃপক্ষ তাকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করে। এতে ক্ষোভ জানায় তার ক্লাব ইন্টার মায়ামি। তাদের দাবি—মেসি এবং জর্দি আলবাকে ক্লাবই বিশ্রাম দিয়েছিল। কারণ ৩৬ দিনে ৯টি ম্যাচ খেলা একটানা শারীরিক ধকল।

তবে কনসার্টের ভালোবাসায় ভরা ওই এক মুহূর্ত যেন ভুলিয়ে দিল সব বিতর্ক, সব সমালোচনা। মেসির শেয়ার করা সেই দৃশ্য এখন ভাইরাল বিশ্বজুড়ে। ফুটবল মাঠের বাইরেও যে মানুষটি অনন্য, সেই মেসিকে নতুন করে ভালোবেসে ফেলছে অনুরাগীরা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #লিওনেল মেসি