দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতের মাটিতে পা রাখলেন ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি। তাকে একনজর দেখতে কলকাতা বিমানবন্দরে ভিড় জমান অসংখ্য সমর্থক। তবে কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে বেশিরভাগ ভক্তই মেসির দেখা পাননি। এতে ভক্তদের মধ্যে অনেকেই হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) ভারতীয় সময় দিবাগত রাত ২টা ২৬ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন মেসি। এর প্রায় এক ঘণ্টা পর, রাত ৩টা ২২ মিনিটে বিমানবন্দরের ১ নম্বর গেট দিয়ে কড়া নিরাপত্তার মধ্যে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। তখন ভারত ও আর্জেন্টিনার পতাকা হাতে অসংখ্য সমর্থকদের বিমানবন্দরের বাইরে অপেক্ষা করতে দেখা যায়।
দীর্ঘক্ষণ অপেক্ষা করেও প্রিয় তারকাকে এক পলকও দেখতে না পারায় হতাশা প্রকাশ করেন ভক্তরা । কেউ কেউ এই পরিস্থিতির জন্য আয়োজক ও ব্যবস্থাপনার ওপর ক্ষোভ ঝাড়েন। যদিও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠের অনুষ্ঠানে সমর্থকরা মেসিকে দেখার সুযোগ পাবেন।
এসএইচ//