খেলাধুলা

সময় থামলেও রোনালদো থামেন না

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

মহাকাব্যিক ফুটবল ক্যারিয়ারে আরও এক গৌরবোজ্জ্বল অধ্যায় যোগ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ৯৫০ গোলের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেছেন এই পর্তুগিজ মহাতারকা। শনিবার (২৫ অক্টোবর) রাতে সৌদি প্রো লিগে রিয়াদের বুরাইদায় আল হাযমের বিপক্ষে আল নাসরের হয়ে গোল করে নিজের ক্যারিয়ারের ৯৫০ তম গোল পূর্ণ করেন তিনি। লিখালেন ফুটবলের নতুন ইতিহাস।

খেলার ৮৮তম মিনিটে সতীর্থ খেলোয়াড় ওয়েসলের পাসে বক্সের ভেতরে এক নিখুঁত শট করে বল জালে পাঠান রোনাল্দো। দলের ব্যবধান দ্বিগুণ করে  ২–০ তে শেষ হয় ম্যাচটি। এটি রোনালদোর চলতি মৌসুমে লিগে ষষ্ঠ ও সর্বমোট সপ্তম গোল।

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ২০২২ সালের ডিসেম্বরে আল নাসরে যোগ দেন রোনালদো। তখন অনেকেই ধরে নিয়েছিলেনহয়তো ক্যারিয়ারের শেষ অধ্যায় শুরু হয়ে গেছে। কিন্তু রোনালদো দেখিয়েছেনবয়স শুধুমাত্র একটি সংখ্যা। সৌদি ক্লাবটির জার্সিতে তিনি ইতিমধ্যে করেছেন ১০০-রও বেশি গোল। এ যেন এক চলমান কিংবদন্তির গল্প।

রোনালদোর এই মাইলফলকের একদিন আগেই তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও গড়েছেন নতুন ইতিহাস। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিলের বিপক্ষে দুটি গোল করে তিনি পৌঁছেছেন ৮৯১ গোলের ঘরে। যা তাকে বানিয়ে দিয়েছে ইতিহাসের সবচেয়ে দ্রুত ৮৯০ গোল করা খেলোয়াড়।

৩৮ বছর ৪ মাস ২ দিনের মেসি ও ৪০ বছর ৮ মাস ২১ দিনের রোনালদো দুজনই ক্যারিয়ারের গোধূলি প্রান্তে পৌঁছালেও আলো হারাননি বিন্দুমাত্র। মেসি যেখানে খেলেছেন ১১শ’৩১টি ম্যাচ। রোনালদো খেলেছেন, ১২শ’২০ ম্যাচ। 

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ক্রিশ্চিয়ানো রোনালদো #ফুটবল #পর্তুগাল #রিয়াল মাদ্রিদ