মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে প্রথমবার এমএলএস কাপের কনফারেন্স সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। ‘বেস্ট অব থ্রি সিরিজের’ নির্ণায়ক ম্যাচে নাশভিলকে ৪–০ গোলে উড়িয়ে দেয় দলটি।
চেজ স্টেডিয়ামে ম্যাচের ১০ ও ৩৯ মিনিটে গোল করেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে তাদেও আলেন্দে করেন বাকি দুই গোল, যার একটি আসে মেসির অ্যাসিস্টে। এটি ছিল তার ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট। ফুটবলের ইতিহাসে লিওনেল মেসিই এখন একমাত্র ফুটবলার যিনি এই কীর্তি গড়লেন।
এই জয়ে নাশভিলকে বিদায় করে প্রথমবারের মতো প্লে-অফ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মায়ামি। আগামী ২২ বা ২৩ নভেম্বর তারা মুখোমুখি হবে এফসি সিনসিনাটির।
এসএইচ//