বিনোদন

প্রাণ হারানো শিক্ষিকা মাহেরীন চৌধুরীকে শ্রদ্ধা জানালেন আসিফ

বিনোদন ডেস্ক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারান শিক্ষিকা মাহেরীন চৌধুরী।  এই ঘটনা পুরো দেশবাসীকে গভীর দুঃখ, শ্রদ্ধা এবং আবেগে ভরিয়ে দিয়েছে।

এই ঘটনায় দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে প্রয়াত শিক্ষিকার প্রতি শ্রদ্ধা জানান।  তিনি লেখেন, “দৌড়াও, ভয় পেও না আমি আছি।”

তিনি আরও বলেন, “মাহেরীন চৌধুরী ছিলেন কেবল একজন শিক্ষিকা নন, ছিলেন একজন অভিভাবক, যিনি নিজের জীবনকে তুচ্ছ করে শিক্ষার্থীদের জীবন রক্ষা করেছেন।”

আসিফ আকবর তার পোস্টে আরও লেখেন, “হেরে গেলেন মা মাহেরীন, জিতে গেলেন শিক্ষিকা মাহেরীন ম্যাডাম।” মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যখন তিনি শিক্ষার্থীদের জীবন রক্ষা করতে নিজের জীবন ত্যাগ করেন, তখন তিনি শিক্ষকতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেন।

এছাড়া তিনি উল্লেখ করেন,“জিতিয়ে গেলেন শিক্ষকতার মতো মহান পেশাকে।” মাহেরীন চৌধুরী তার দায়িত্ববোধ এবং পেশাদারিত্ব দিয়ে শিক্ষকতার মর্যাদা ও সম্মান বৃদ্ধি করেছেন।

সবশেষে, আসিফ আকবর শ্রদ্ধা জানিয়ে লেখেন, “নিয়তির নিষ্ঠুরতাকে ব্যতিক্রম প্রমাণ করে মা, বাবা ও শিক্ষক—এই তিন ভূমিকায় একসাথে অবিচ্ছিন্ন হয়ে উঠেছিলেন ‘দ্য সিক্রেট সুপারস্টার’ ম্যাডাম মাহেরীন।”

“শোক পরিণত হোক শক্তিতে, জান্নাতের বাগানে প্রস্ফুটিত হোক ঝড়ে ঝরে যাওয়া সব ফুল—আমিন।”

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #মাহেরীন চৌধুরী #আসিফ আকবর