আন্তর্জাতিক

ইউক্রেনে ড্রোন ও মিসাইল দিয়ে তাণ্ডব চালালো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে ৩০ টি মিসাইল ও ৩০০ ড্রোন দিয়ে হামলা করেছে রাশিয়া। শনিবার ভোরে ওডেশার ব্লাক সি পোর্ট শহরে এই হামলা চালানো হয়। এতে নিহত হয়েছেন এক ইউক্রেনীয় নাগরিক ও আহত হয়েছেন ৬ জন।

ইউক্রেনের বিমানবাহিনী টেলিগ্রামে জানায়, রাশিয়ার ৫টি মিসাইল ও ৩০টি ড্রোন ১২ টি স্থানে আঘাত হেনেছে। এছাড়া মিসাইল ও ড্রোনের ধ্বংসাবশেষে ৭টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। রুশ হামলার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে মস্কোর ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশিয়া #ইউক্রেন