আন্তর্জাতিক

বাংলাদেশিসহ ৪৯৪ অবৈধ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ায় সেলাঙ্গর প্রদেশের সেরিকামবাগানের পুত্রা পারমাই সেলেসা অ্যাপার্টমেন্টে এক যৌথ অভিযান চালিয়ে ৪৯৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। তাদের মধ্যে বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড ও কম্বোডিয়ান নাগরিকও রয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সমন্বয়ে এই অভিযানটি শুরু হয়। এতে অংশ নেয় সেলাঙ্গর কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিস, জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ), সুবাং জায়া সিটি কাউন্সিল (এমবিএসজে), ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) ও মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম)।

এ সময় ৭৪১ জন বিদেশিকে তল্লাশি করা হয়। যার মধ্যে ৩৫৭ জন পুরুষ, ১০৭ জন মহিলা ও ৩২ জন শিশু সহ মোট ৪৯৪ জন অবৈধ অভিবাসী আটক হয়।  তাদের অধিকাংশই সেলাঙ্গরের পাইকারি বাজার, নির্মাণ কাজ এবং গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশন) জাফরি এমবক তাহা এক বিবৃতিতে জানান, আটক ব্যক্তিরা বিভিন্ন অপরাধের জন্য গ্রেপ্তার হয়েছেন। যেমন পরিচয়পত্র না থাকা, পাসপোর্টের শর্ত লঙ্ঘন, অযৌক্তিকভাবে অবস্থান করা, বা অবৈধ ভিসা ধারণ করা। 

তিনি বলেন, সেলাঙ্গরের এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসীদের জন্য একটি 'হটস্পট' হয়ে উঠেছে।  তাই এখানে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।  

মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট জানান, অবৈধ অভিবাসীদের আটক এবং তাদের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা নেয়া অব্যাহত থাকবে। 

জাফরি উল্লেখ করে আরও জানান, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং পাচার বিরোধী আইন ২০০৭ এর অধীনে অভিযুক্তদের বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চালানো হচ্ছে।

ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জনসাধারণ এবং নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে তারা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তথ্য প্রদান করে।  এতে করে ভবিষ্যতে আইনি ব্যবস্থা গ্রহণে সহায়ক হবে।

জাফরি জানান, মালয়েশিয়ান সরকার ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০ চালু করেছে।  এর আওতায় অবৈধ অভিবাসীরা ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে বিশেষ পাশ নিয়ে স্বেচ্ছায় তাদের নিজ দেশে ফিরে যেতে পারবেন।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মালয়েশিয়া #৪৯৪ জন অবৈধ অভিবাসীকে আটক #মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট