আন্তর্জাতিক

ইরানে আবারও বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানের কোম শহরের পারদিসান আবাসিক কমপ্লেক্সে সোমবার (১৪ জুলাই) সকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে সাতজন আহত হয়েছে বলে জানিয়েছে ইরানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

প্রাথমিক তদন্তে গ্যাস লিকেজ কে সম্ভাব্য কারণ ধরা হলেও সাম্প্রতিক একই ধরনের ঘটনায় ইসরাইলি ড্রোন হামলার সম্ভাবনা নিয়েও জল্পনা তৈরি হয়েছে, যা কর্তৃপক্ষ অস্বীকার করেছে।

ফার্স নিউজ জানিয়েছে, বিস্ফোরণে চারটি আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত ও আশপাশের ভবনের জানালা ভেঙে গেছে। 

অন্যদিকে, স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক জানায়, পাঁচটি জরুরি গাড়ি আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেয়।

সরকারি মুখপাত্র বলেছেন, যদি এটি কোনও শত্রুতাপূর্ণ কার্যকলাপের অংশ হয় তা তাৎক্ষণিকভাবে জনগণকে জানানো হবে।

উল্লেখ্য, এর আগেও চিৎগার শহরে এক গ্যাস লিকেজ-জনিত বিস্ফোরণ ঘটেছিল, যেখানে সাতজন আহত হয়েছিলেন। বর্তমানে নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে, এবং বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল