আন্তর্জাতিক

রাফাহে হবে নাজি যুগের ইহুদি বন্দীশিবিরের মত

গাজাবাসীদের রাফাহে স্থানান্তরের প্রস্তাবের বিরুদ্ধে ইতালিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনদেরকে রাফাহতে একটি ক্যাম্পে স্থানান্তরের পরিকল্পনার  প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইতালিতে। শনিবার (১২ জুলাই) দেশটির মিলান শহরের বিক্ষোভকারীরা ইসরাইল বিরোধি শ্লোগান দেয়। 

এসময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা ও নানা প্রতিবাদী স্লোগান লেখা ব্যানার বহন করে। তারা স্লোগান দেয়, প্রতিরোধের মাধ্যমে জিওনবাদের অবসান ঘটাও, ইতালি-ইসরায়েল চুক্তি বন্ধ করো।  

এক বিক্ষোভকারী বলেন, ইসরায়েল ৫-৬ লাখ গাজাবাসীকে রাফাহর কাছে এক এলাকায় কেন্দ্রীভূত করতে চাচ্ছে। সেটা হবে নতুন ওয়ারশ গেটো (নাজি যুগের ইহুদি বন্দীশিবির)-র মতই।

তিনি আরও বলেন, গাজায় ফিলিস্তিনদের হত্যা বা দুর্বল করতে ‘ক্ষুধা’কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরাইল।

আরেক বিক্ষোভকারী ইউরোপীয় ইউনিয়ন এবং ইতালির সরকারের নীরবতার  তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এই ভয়াবহ হত্যাযজ্ঞ, এমনকি শিশুদের গণহত্যার মতো ঘটনার মধ্যেও ইউরোপীয়রা চুপ করে থাকে। এতে অবাক হওয়ার কিছু নেই।

সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ঘোষণা দিয়েছেন, গাজার ফিলিস্তিনদের জোরপূর্বক রাফাহর ধ্বংসস্তূপে নির্মিত একটি ক্যাম্পে পাঠিয়ে দেয়া হবে।  

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজাবাসীদের #রাফাহে #স্থানান্তরের #প্রস্তাবের #বিরুদ্ধে #ইতালিতে #বিক্ষোভ #