আন্তর্জাতিক

পরমাণু চুক্তিতে ইরান-রাশিয়ার নাটকীয় মোড়!

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক আলোচনার আগে ইরানকে ‘শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ’ চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ বিষয়ে কোনও ছাড় দেবে না তারা।

শনিবার (১২ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদননে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলাপে ‘শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ’ চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক ইউরোপীয় কর্মকর্তা বলেছেন, পুতিন ব্যাপক উৎসাহ নিয়ে ইরানি প্রতিনিধিদের সামনে এই প্রস্তাবটি উপস্থাপন করেছিলেন, কিন্তু ইরানিরা তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।

অ্যাক্সিওসের দাবি, রাশিয়ার পক্ষ থেকে নাকি এমনও প্রস্তাব এসেছে যে, চুক্তি হলে তারা ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে রাজি এবং পরিবর্তে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩ দশমিক ৬৭ শতাংশ ইউরেনিয়াম এবং গবেষণার জন্য সীমিত ২০ শতাংশ ইউরেনিয়াম সরবরাহ করবে। তবে, সেই প্রস্তাবেও ইতিবাচক সাড়া দেয়নি তেহরান।

রুশ পররাষ্ট্রনীতিতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে প্রকাশ্যে সমর্থন থাকলেও, ইসরায়েল-ইরানের সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের পর ইরানের প্রতি মস্কোর দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে বলে দাবি করছে অ্যাক্সিওস।

এদিকে শনিবারই তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আমরা সবসময়ই পারমাণবিক ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত। তবে, কোনও চুক্তি সমৃদ্ধকরণ বাদ দিয়ে হবে না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বা অন্য কোনও পক্ষ যাতে আলোচনাকে যুদ্ধের অজুহাত বানাতে না পারে, তা নিশ্চিত করেই আমরা আলোচনা করব।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা আলোচনার বিষয় নয়। আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে সম্প্রতি মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু বড় আঘাত লেগেছে বিশ্বের পারমাণবিক নিরস্ত্রীকরণ ব্যবস্থাতেই।

এছাড়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান আরাঘচি। তবে, তা এখন থেকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের তত্ত্বাবধানে ‘কেস-বাই-কেস’ ভিত্তিতে নির্ধারিত হবে।

এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এবার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। 

এক খোলা চিঠিতে তিনি বলেছেন, জুন মাসে ইরানের ওপর চালানো হামলাগুলো দেশটির পারমাণবিক অবকাঠামোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

গ্যালান্ট আরও বলেন, ‘খামেনি যদি এখনো পরমাণু সমৃদ্ধকরণের স্বপ্ন আঁকড়ে থাকেন, তাহলে সামনে অপেক্ষা করছে আরও ভয়াবহ হামলা।’

ইরানকে কড়া বার্তা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও স্পষ্ট করে বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ না করলে তেহরানের সঙ্গে কোনও ধরনের কূটনৈতিক সমাধান সম্ভব নয়।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #রাশিয়া