প্রথমদিকে নিরপেক্ষ থাকলেও পরে এনবিআরের আন্দোলন সরকারের বিরোধিতায় রূপ নিয়েছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রোববার (১৩ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মুহাম্মদ ফাওজুল কবির বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, একসময় নিরীহ যে আন্দোলন ছিল, তা পরবর্তীতে রাজনৈতিক রূপ নিয়েছে। আন্দোলনটি পরিকল্পিতভাবে দেশের অর্থনৈতিক ক্ষতি করার উদ্দেশ্যে করা হয়েছে।
তিনি বলেন, অনেক ব্যবসায়ী প্রশ্ন তুলেছেন, আন্দোলন এতদিন চলতে দেওয়া হলো কেন? শুরুতেই কেন বন্ধ করা হয়নি? উত্তরে উপদেষ্টা বলেন, ‘আমরা গণতান্ত্রিক চর্চার সুযোগ দিতে চেয়েছি। কারও ওপর জুলুম না করে, শক্তি প্রয়োগ না করে সমস্যা সমাধানের পথ খুঁজেছি।’
তিনি আরও জানান, সংশ্লিষ্ট অধ্যাদেশে কিছু ত্রুটি ধরা পড়েছে এবং সেগুলোর সমাধানে উপদেষ্টা কমিটি হিসেবে সুপারিশ দেওয়া হবে।
এ সময় তিনি ইঙ্গিত দেন, এনবিআরের ভবিষ্যৎ অনিশ্চিত। তার কথায়, ‘এনবিআরে কেউ চাকরি করে শুনলেই মানুষ হাসে। কেন হাসে, সেটা আমরা সবাই জানি। এনবিআর না থাকলেই সবার মঙ্গল। নতুন দুটি বিভাগ গঠনের কথা বলা হয়েছে, সেগুলোই বাস্তবায়ন হবে।’
উপদেষ্টা আরও বলেন, তাদের দাবি শুধু দুটি ক্যাডারের সদস্য নিয়ে রাজস্ব বিধি ও রাজস্ব বিভাগ গড়তে হবে। এ দাবিটি সম্পূর্ণ ‘অপ্রাসঙ্গিক’ ও ‘অগ্রহণযোগ্য’। একই সঙ্গে, প্রশাসন ক্যাডারের একাধিপত্য নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।
এমএ//