আন্তর্জাতিক

পাকিস্তানে যাত্রীবাহী বাস থামিয়ে ৯ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস থেকে জোরপূর্বক নামিয়ে নয়জনকে গুলি করে হত্যা করেছে একদল সশস্ত্র হামলাকারী। বৃহস্পতিবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ

ঘটনাটি ঘটেছে ঝোব শহরের কাছাকাছি একটি মহাসড়কে। কোয়েটা থেকে লাহোরগামী বাসের পথরোধ করে হামলাকারীরা। যাত্রীদের জিম্মি করে বাস থেকে নামিয়ে নিয়ে যায় তারা, এরপর একে একে নয়জনকে গুলি করে হত্যা করা হয়।

ঝোবের সহকারী কমিশনার নাভিদ আলম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে রাখা হয়েছে রেখনি হাসপাতালের মর্গে।

বেলুচিস্তান সরকারের একজন মুখপাত্র এ ঘটনাকে ‘বর্বরোচিত সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানান।

সরকারি মুখপাত্র শাহিদ রিন্দ বলেন, ‘সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বাস থামিয়ে যাত্রীদের পরিচয় নিশ্চিত করে টেনে-হিঁচড়ে নামায় এবং নির্মমভাবে হত্যা করে। এখন পুরো এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।’

 

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট’ (বিএলএফ) এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির এক মুখপাত্র জানায়, তারা মুসাখাইল-মাখতার ও খাজুরি মহাসড়কে অবরোধ সৃষ্টির পর নয়জনকে হত্যা করেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তান #সন্ত্রাসী