জাতীয়

শুল্ক আলোচনায় দ্বিতীয় দিনে আংশিক অগ্রগতি, চূড়ান্ত আলোচনা আজ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনের শুল্ক আলোচনা চলছে। এরই মধ্যে শেষ হয়েছে দ্বিতীয় দিনের বৈঠক। কিছু বিষয়ে দুই দেশ একমত হলেও, কিছু বিষয়ে এখনো মতভেদ রয়েছে। শুক্রবার (১১ জুলাই) প্রধান উপদেষ্টার ফেরিডাইড ফেসবুক পোষ্টে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুলাই) দ্বিতীয় দিনের বৈঠকের বিষয় ছিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক প্রতিনিধি অ্যাম্বাসেডর  জেমিসন গ্রিয়ারের একান্ত বৈঠক। তারা শুধু শুল্ক নয়, দুই দেশের ব্যবসা ও পারস্পরিক স্বার্থ নিয়েও কথা বলেছেন। আলোচনা হয়েছে বন্ধুত্বপূর্ণ পরিবেশে।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু রপ্তানি নয়, আমদানিতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় বাংলাদেশ। তবে শুল্কে যেন ন্যায্যতা থাকে এমন পরিবেশ প্রত্যাশা করা হয়েছে, যাতে বাংলাদেশ প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে। জেমিসন গ্রিয়ার বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

বৈঠকে বাংলাদেশের নেতৃত্বে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সেখানে আরও ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরীসহ সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তা।

শুক্রবার (১১ জুলাই) ওয়াশিংটনের সময় সকাল ৯টায় শুরু হবে আলোচনার তৃতীয় ও শেষ দিন। শেষ দিনে বাকি বিষয়গুলোর সমাধানে দুই পক্ষ আশাবাদী।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ #যুক্তরাষ্ট্র #শুল্ক #ট্যারিফ