জাতীয়

পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’

ছবি: সংগৃহীত

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ব্লকেডকর্মসূচি পালন করেছে চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে শাহবাগ ছেড়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে ছাত্র সমাবেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেন। এসময় যান চলাচল বন্ধ হওয়া ভোগান্তিতে পরে অফিস ফেরত মানুষজন।

শাহবাগ অবরোধকালে আন্দোলনকারীরা  পিএসসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার’, ‘ইন্টেরিম না রাজপথ, রাজপথ রাজপথসহ নানা স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা জানান,  প্রতি বিসিএসে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে ৪০০ থেকে ৫০০টি পদ সাধারণত বাড়ানো হয়। কিন্তু এবার জেলা প্রশাসন থেকে অতিরিক্ত পদ সুপারিশ করা হলেও প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেগুলো আটকে আছে।

চাকরি প্রার্থীরা জানান, এবার প্রায় ৬০ শতাংশ পদ পুনরায় সুপারিশ করা হয়েছে, যেগুলো মূলত খালি থাকার কথা নয়। অথচ এসব পদ অন্তর্ভুক্ত না করেই রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তাদের দাবি, ৪৪তম বিসিএসের ফলাফল পুনরায় মূল্যায়ন করে নতুন করে প্রকাশ করতে হবে।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পিএসসি