কক্সবাজারের টেকনাফে মানব পাচার বিরোধী বিশেষ অভিযানে ছয়জন সক্রিয় পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (০৪ অক্টোবর) গভীর রাতে শাহপরীরদ্বীপের মিস্ত্রীপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
বিজিবি জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান পিএসসি নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। পাচারকারীরা মিয়ানমার থেকে আনা কয়েকজন বিদেশি নাগরিককে ওই এলাকার একটি বাড়িতে লুকিয়ে রেখেছিল এবং তাদের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সরানোর চেষ্টা করছিল।
অভিযান শুরু হলে চক্রের দুইজন পালিয়ে যায়। তল্লাশিতে প্লাস্টিকের ছাউনি দেওয়া ঘর থেকে বাড়ির মালিক শামসুন্নাহারসহ ছয়জনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছে: শামসুন্নাহার (৩৫), হোসনে আরা (৩১), নুরুন্নিসা (৪৯), মোহাম্মদ ইসমাইল (৫০), হারুন (৩৫) ও ইউসুফ আলী (৪৭)।
বিজিবি জানিয়েছে, পাচার চক্রের মূল হোতা কালু মিয়া (৩৫), হাশেম মোল্লা (২৫) ও আরও দুই অজ্ঞাতনামা সদস্য পালিয়ে গেছে। আটককৃতরা স্বীকার করেছে, তারা টাকা নিয়ে মিয়ানমার থেকে আনা লোকদের লুকিয়ে রাখত এবং পরবর্তীতে বিভিন্ন ক্যাম্পে পাঠাত। এছাড়া তারা এফডিএমএন কার্ড জালিয়াতিতেও জড়িত ছিল। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান পিএসসি বলেন, মানব ও মাদক পাচারসহ সীমান্তের সব ধরনের অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের ‘জিরো টলারেন্স’ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএ//