দুদিন আগে প্রধানমন্ত্রীর পদ হারিয়েও থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় নিজের অবস্থান ধরে রেখেছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। সাময়িক বরখাস্তের পর তিনি দায়িত্ব পেয়েছেন সংস্কৃতিমন্ত্রী হিসেবে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) সকালে ব্যাংককের গভর্নমেন্ট হাউসে পেতংতার্নসহ নতুন মন্ত্রিসভার ১৪ সদস্য শপথ নেন।
থাইল্যান্ডের সংবাদমাধ্যম দ্য নেশন জানিয়েছে, পেতংতার্ন স্থানীয় সময় সকাল ৯টা ৭ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান।
ফোনালাপ কেলেংকারীর কারনে মাত্র দু’দিন আগেই ১ জুলাই থাই ক্রিমিনাল কোর্ট তার প্রধানমন্ত্রিত্ব সাময়িক স্থগিত করেছিল।