ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘানার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা “অর্ডার অব দ্য স্টার অব ঘানা”-এর ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
বুধবার (০২ জুলাই) ঘানার রাজধানী আক্রার জুবিলি হাউসে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন, ঘানার প্রেসিডেন্ট জন ড্রামানি মাহামার।
এসময় মোদী বলেন, পশ্চিম এশিয়া ও ইউরোপে চলমান সংঘাত নিয়েও ভারত ও ঘানার দৃষ্টিভঙ্গি এক।
আফ্রিকা ও লাতিন আমেরিকায় পাঁচ জাতির কূটনৈতিক সফরের অংশ হিসেবে ঘানা গেছেন মোদী। ঘানা সফরের পর তিনি যাবেন ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিলে ১৭তম ব্রিকস সম্মেলনে এবং সর্বশেষ নামিবিয়ায়।