দেশজুড়ে

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো দুই তরুণের পরিচয় মিলেছে

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ঢাকার তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুই তরুণের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।  শনিবার (২৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সাজ্জাদুর রহমান (১৮) ও মো. ফাহিম (১৮)।  দুই বন্ধু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। বিষয়টি গণমাধ্যমকে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সাজ্জাদ রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সাজ্জাদকে দুর্ঘটনার পর ঢামেকে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  অন্যদিকে, ফাহিমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকরাও তাকে মৃত ঘোষণা করেন।

সাজ্জাদের মামা রেদওয়ানুর রহমান জানান, শনিবার রাতে সাজ্জাদ ও তার বন্ধু ফাহিম মোটরসাইকেলে করে ঘুরতে বেরিয়েছিল। সকালে দুর্ঘটনার খবর পান তারা।  পরে রবিবার (২৯ জুন) দুপুরে ঢামেক মর্গে গিয়ে ভাগ্নে ও তার বন্ধুর মরদেহ শনাক্ত করেন তিনি। 

এসআই মো. বাবুল মিয়া জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #তেজগাঁও #উপদেষ্টার কার্যালয়ের সামনে #মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে