আন্তর্জাতিক

ভারতে রথযাত্রায় পদদলিত হয়ে প্রাণ হারালেন ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যের পুরীতে জগন্নাথদেবের রথযাত্রায় ভিড়ের চাপে পদদলিত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে দুজন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। রোববার (২৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

প্রতিবেদনে বলা হয়, রোববার সকালবেলা পুরীর গুন্ডিচা মন্দিরের সামনে এই দুর্ঘটনা ঘটে। জগন্নাথ মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরের এই এলাকায় রথযাত্রার দ্বিতীয় দিনে বিপুল সংখ্যক ভক্ত জড়ো হয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কিছু মানুষ মাটিতে পড়ে যান এবং চাপাচাপিতে মৃত্যু হয় তিনজনের।

নিহতরা হলেন খুরদা জেলার বাসিন্দা প্রভাতী দাস, বাসন্তী সাহু এবং ৭০ বছর বয়সী প্রেমকান্ত মহান্তি। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই তারা মারা যান।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এমন বৃহৎ জমায়েত সামাল দিতে পুলিশের প্রস্তুতি যথেষ্ট ছিল না। নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ উঠেছে, বিশেষ করে ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত জনবল ও সঠিক পরিকল্পনার অভাব ছিল বলে অনেকে মনে করছেন।

পুরীর জেলা প্রশাসক সিদ্ধার্থ শঙ্কর স্বাইন জানিয়েছেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনি দাবি করেন, প্রশাসনের তরফে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল, তবে হঠাৎ জনতার চাপে পরিস্থিতি অস্থির হয়ে পড়ে।

রথযাত্রার সময় এমন দুর্ঘটনা ঘিরে বিতর্ক শুরু হয়েছে উৎসবের পরিচালনা নিয়েও। রথযাত্রা দেরিতে শুরু হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়েছে।

বিজেডি নেতা ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলেন, ‘‘এই পবিত্র উৎসবে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা শুধু প্রার্থনা করতে পারি, মহাপ্রভু যেন আমাদের সকলকে ক্ষমা করেন।’’

তবে তার এই মন্তব্যকে ঘিরে পাল্টা প্রতিক্রিয়া এসেছে রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দনের পক্ষ থেকে। নবীন পট্টনায়েকের নাম না করেই তিনি বলেন, বিজেডি সরকার অতীতে ভুল করেছে ও ভগবান জগন্নাথকে অপমান করেছে। ১৯৭৭ সাল থেকে প্রতিবছর রথযাত্রার দ্বিতীয় দিনেই রথ গুন্ডিচা মন্দিরে পৌঁছেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারত #রথযাত্রা #নিহত