ফুটবল

নেইমারকে ২৬ বিশ্বকাপে চায় না ব্রাজিলের ৪১ শতাংশ মানুষ

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। গেল এক দশকের বেশি সময় ধরে ব্রাজিলের হলুদ জার্সির একমাত্র পোস্টারবয়, দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার। অথচ সেই নেইমার জুনিয়রকেই ২০২৬ বিশ্বকাপে দেখতে চায় না ব্রাজিলের ৪১ শতাংশ মানুষ!

ব্রাজিলের জনমত জরিপকারী প্রতিষ্ঠান ‘ডাটাফোলা’র এক জরিপে উঠে এসেছে এই তথ্য। ৪১ শতাংশের না চাওয়ার বিপরীতে ৪৮ শতাংশ অবশ্য নেইমারকে বিশ্বকাপ দলে দেখতে চায়। জরিপ অনুযায়ী, ৭ শতাংশ মানুষ নিরপেক্ষ থেকেছে, আর ৩ শতাংশ কোনো মতামত দেয়নি।

নেইমারকে বিশ্বকাপে দেখতে না চাওয়ার মধ্যে ৫৩ শতাংশ মানুষ ষাট বছরের ঊর্ধ্বে। কিন্তু ১৬–২৪ বছর বয়সীদের মধ্যে ৬২ শতাংশ নেইমারকে দলে নেওয়ার পক্ষে। অর্থাৎ, তরুণেরা নেইমারকে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের চেষ্টায় গুরুত্বপূর্ণ খেলোয়াড় মনে করলেও বয়স্করা তেমনটা মনে করে না।

নেইমারকে নিয়ে জনমত বিভক্ত হলেও, দলটির বর্তমান কোচ কার্লো আনচেলত্তি তাঁকে দলে ফেরানোর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। নিজের প্রথম দলে ফিটনেসের কারণে না রাখলেও, সম্প্রতি নেইমারকে ভালোভাবে প্রস্তুত হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। ইতালিয়ান এই কোচ মনে করেন, নেইমার এখনও দলের জন্য গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপ বাছাইয়ে চিলি ও বলিভিয়ার বিপক্ষে আগামী সেপ্টেম্বরে খেলবে ব্রাজিল। এই ম্যাচ দুটির মধ্য দিয়ে নেইমার দলে ফিরতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নেইমার