খেলাধুলা

ভারতকে হারানোর সহজ মন্ত্র জানালেন স্টোকস

স্পোর্টস ডেস্ক

ছবি: গেটি ইমেজ

লিডস টেস্টে দারুণ এক জয় পেয়েছে ইংল্যান্ড। হেডিংলিতে ভারতের দেয়া ৩৭১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে ম্যাচ জিতেছে ইংলিশরা। যা ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। এমন জয়ের মন্ত্রটা আসলে কী? সেই কথাই জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।

স্টোকস বলেন, 'এমন রান তাড়া করার সময় ড্রেসিং রুমে আমরা কেমন আছি, সেটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। ড্রেসিং রুমে যতটা সম্ভব শান্ত ও নির্ভার পরিবেশ বজায় রাখা খুব দরকার, কারণ সেটাই একজন খেলোয়াড়ের মানসিকতায় প্রভাব ফেলে যখন সে মাঠে নামে এবং এমন চাপের মুহূর্তে ব্যাট করে।'

'গতকাল ব্যাপারটা ছিল খুব সোজা। যদি আমরা এই ম্যাচের বাকি থাকা ওভারগুলো ব্যাট করি, তাহলে আমরা ম্যাচটা জিতে যাবকারণ এই মাঠে রান করার গতি খুবই দ্রুত।'

তিনি আরও বলেন, 'আমি জানি না ঠিক কী পড়েছি, কিন্তু মনে হচ্ছে রানরেট সবসময়ই ওভারপ্রতি চার-এর ওপরে ছিল, যদিও কোনো দলই খুব একটা আক্রমণাত্মক কিছু করেনি... শুধু রিশাব (পান্ট) ছাড়া। এটা এমন একটা মাঠ, যেখানে খুব দ্রুত রান ওঠে।'

আগামী ২ জুলাই সিরিজের দ্বিতীয় টেস্টে বার্মিংহামের মাঠে নামবে দুই দল।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইংল্যান্ড #বেন স্টোকস