ইরানের পারমাণবিক হুমকি প্রশমনের লক্ষ্যেই যুক্তরাষ্ট্র দেশটিতে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, `ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না। এই হুমকি দূর করতেই যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে।‘
কিয়ার স্টারমার ইরানকে আলোচনার পথে ফিরে আসা এবং চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
তিনি বলেন, 'আমরা ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে এবং বর্তমান উত্তেজনার অবসান ঘটাতে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর অনুরোধ জানাই।‘
উল্লেখ্য, শনিবার (২১ জুন) রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই হামলার কথা নিশ্চিত করে জানান, তিনটি লক্ষ্যবস্তুতে সফলভাবে অভিযান সম্পন্ন হয়েছে।
সূত্র: বিবিসি
এসি//