বিনোদন

রিয়ামনি ও ম্যাক্স অভিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়ামনি এবং বার ড্যান্সার ম্যাক্স অভি রিয়াজকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। গেল শনিবার (২২ জুন) রাতে এই ঘটনা ঘটে এবং এর ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বিষয়টি গণমাধ্যমকে হাতিরঝিল থানার পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে হিরো আলমের স্ত্রীর সাথে ম্যাক্স অভির অবৈধ সম্পর্ক চলছিল। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে নানা আলোচনা ও অভিযোগ উঠছিল।

শনিবার (২১ জুন) হিরো আলম নিজেই রিয়ামনি ও ম্যাক্স অভিকে হাতেনাতে ধরেন এবং এরপর স্থানীয় বাসিন্দারা দুজনকে গণধোলাই দিতে শুরু করেন। ভিডিওতে দেখা যায়, পুলিশ প্রথমে ম্যাক্স অভিকে গাড়িতে তোলার পর, কিছুক্ষণ পর রিয়ামনিও পুলিশের গাড়িতে ওঠেন। এসময় আশপাশের লোকজন ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করতে থাকে।

হিরো আলমের অফিস স্টাফ সেলিম জানান, এর আগে এলাকাবাসী হিরো আলমকে বারবার ফোন করে এই বিষয়টি জানিয়ে ছিলেন। তারা বিশেষ করে রিয়ামনি এবং ম্যাক্স অভির অনৈতিক সম্পর্কের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। যদিও হিরো আলম এই বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করতে চেয়েছিলেন, কিন্তু একসময় রিয়ামনি তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। এরপর ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা দুজনকে গণধোলাই দেন এবং পুলিশের কাছে সোপর্দ করেন।

হাতিরঝিল থানার পুলিশ কর্মকর্তা জানান, রিয়ামনি ও ম্যাক্স অভির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে হিরো আলম একটি ভিডিওতে দাবি করেছেন, তার স্ত্রীর সঙ্গে এখনও তাদের ডিভোর্স হয়নি এবং স্ত্রীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করতে গিয়ে রিয়ামনি তাকে মারধর করেছেন। তিনি বলেন, এই ঘটনার পর তাকে বাধ্য হয়ে ভিডিওতে তার প্রতিক্রিয়া জানাতে হয়েছে।

এছাড়া মার্চ মাসে হিরো আলম তার বাবার মৃত্যুর পর অভিযোগ করেছিলেন যে, রিয়ামনি তার বাবার দেখভাল করেননি। এরপর তিনি রিয়ামনিকে ডিভোর্সের ঘোষণা দেন এবং তখনই ম্যাক্স অভি রিয়াজের সম্পর্কের বিষয়টি সামনে আসে।

ম্যাক্স অভির স্ত্রীও অভিযোগ করেন, তার সংসার ভাঙার পেছনে রিয়ামনি ও ম্যাক্স অভির অবৈধ সম্পর্ক রয়েছে। বর্তমানে হিরো আলম এবং রিয়ামনির ডিভোর্সের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রিয়ামনি #ও #ম্যাক্স #অভিকে #গণধোলাই #দিয়ে #পুলিশে #সোপর্দ