আসছে সোমবার (২৩ জুন) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে মস্কো সফর করতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে শনিবার (২১ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
এদিকে, ইউরোপীয় নেতাদের সঙ্গে জেনেভায় বৈঠক শেষে এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, কূটনৈতিক সমাধানে আগ্রহী তেহরান, তবে তার আগে ইসরাইলের বিমান হামলা বন্ধ হওয়া জরুরি।
তিনি সতর্ক করে বলেন, আলোচনার ভবিষ্যৎ এখন মূলত যুক্তরাষ্ট্রের হাতে। ‘ওয়াশিংটন কি প্রকৃতপক্ষে সমঝোতার পথ বেছে নেবে, নাকি আড়ালে হামলার পরিকল্পনা করছে—তা দেখার বিষয়,’ বলেন ইরানি মন্ত্রী।
দুই সপ্তাহের মধ্যে কোনো চুক্তি সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সবকিছু নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের সদিচ্ছার ওপর।’
আরাগচি আরও জানান, বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখা ইরানের পক্ষে কঠিন হয়ে পড়েছে। তিনি ট্রাম্প সরকারের সাম্প্রতিক অবস্থানকে কূটনৈতিক বিশ্বে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবেও উল্লেখ করেন।