ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনিকে আর থাকতে (বেঁচে) দেওয়া যাবে না’।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অস্তিত্ব আর থাকা উচিত নয়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেলআবিবে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। স্থানীয় গণমাধ্যমের সূত্র উল্লেখ করে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি।
ইসরায়েল কাৎজ বলেন, ‘খামেনি প্রকাশ্যে ঘোষণা করেছেন তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান। তিনি ব্যক্তিগতভাবে ইসরায়েলের হাসপাতালগুলোতে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংসের লক্ষ্য নির্ধারণ করেছেন। এই ব্যক্তিকে আর থাকতে দেওয়া যাবে না।’
আজ বৃহস্পতিবার ( ১৯জুন) সকালে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল সোরোকা হাসপাতালের পাশে একটি সামরিকঘাঁটি। হাসপাতাল নয়।