কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিকী (৩৭) এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড ও পুলিশ। অভিযানের সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৩টার দিকে মিয়াজির পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও মহেশখালী থানা পুলিশ একত্রে অভিযানে অংশ নেয়।
অভিযানে সন্ত্রাসী আবু বক্কর সিদ্দিকীর বাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, চারটি রামদা এবং একটি ব্রাস নাকল উদ্ধার করা হয়। পরে তাকে অস্ত্রসহ আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন আরও বলেন, ‘দেশের উপকূলীয় অঞ্চলে সন্ত্রাস ও অবৈধ কর্মকাণ্ড দমনে কোস্ট গার্ড নিয়মিত টহল চালিয়ে যাচ্ছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।‘
এমএ//