আন্তর্জাতিক

আবারও ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আবারও ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (১৭ জুন) নতুন করে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসময় ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানি হামলা প্রতিহত করার জন্য ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। ইসরাইলের বাসিন্দাদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে।

ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, মধ্য ইসরাইলের একটি বাস পার্কিং লটে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলায় সেখানে পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংস্থাটি আরও জানিয়েছে, অন্য কোনো স্থানে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসরাইল #ইরান #ইরান ইসরাইল সংঘাত