আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় ত্রাণ নিতে যাওয়া ৪৫ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনুসের আল তাহলিয়ায় খাবারের জন্য অপেক্ষায় থাকা ৪৫ নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। আহত হয়েছে আরও অন্তত ১২ জন।  মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানিয়েছে, আহত এবং নিহতদের চাপে আল-নাসের মেডিকেল কমপ্লেক্সের জরুরি বিভাগ, আইসিইউ এবং অপারেশন থিয়েটারে হতাহতদের স্থান দেওয়া যাচ্ছে না।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক সোমবার জানিয়েছে, ইসরাইলের যুদ্ধের কৌশল এবং পদ্ধতি গাজায় ফিলিস্তিনিদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনছে।

গেল ২০ মাসের বেশি সময় ধরে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। বর্বর ও নৃশংস এই হামলায় ৫৫ হাজার ৩৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে দশ হাজার নারী ও শিশু রয়েছে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা #ফিলিস্তিন #ইসরাইল