শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অব্যহতি দেয়া হয়েছে। অন্তর্বর্তী সময়ের জন্য নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ তৌফিক আলম।
মঙ্গলবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ.এস. এম. কাসেমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘পূর্ণকালীন ভাইস-চ্যান্সেলর নিয়োগের পূর্বপর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে দায়িত্ব প্রদান করা হলো।’
ড. মোহাম্মদ তৌফিক আলম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণের দাবিতে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। পাশাপাশি আজ বিকেল পাঁচটায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধের মাধ্যমে ব্লকেড কর্মসূচিও পালন করেন তারা।
আই/এ