ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের কাছে ওয়ানডে সিরিজে হেরে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। এবার ক্যারিবিয়ান নারীদের কাছে টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করলো বাংলাদেশের মেয়েরা।
সেন্ট কিটসে আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের মেয়েদের হারিয়েছে ৮ উইকেট।
প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। বাংলাদেশের ইনিংসে ৪০ বলে সর্বোচ্চ ৫৩ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক নিগার। য়ান্ড্রা ডটিনের রেকর্ড ফিফটিতে সেই রান ১৯ বল ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৪৪/৩ (নিগার ৫৩*, শারমিন ৩৭, সোবহানা ২২; ফ্রেজার ১/২৩)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৫ ওভারে ১৪৫/২ (ম্যাথুস ৬০*, ডটিন ৫১*, জোসেফ ২৯; ফাহিমা ২/১৫)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: ডিয়ান্ড্রা ডটিন।